Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
গৌরীপুর রহম চাঁনের মাজার।
Location
পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা থেকে দক্ষিন পূর্ব দিকে মাননীয় মন্ত্রী জনাব আনোয়ার হোসেন মঞ্জু সাহেবের বাড়ির সম্মূখের রাস্তা দিয়ে গৌরীপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামের ০৩ নং ওয়ার্ডে মৌলভী বাড়ীর সামনে অবস্থিত।
Transportation
ভান্ডারিয়া উপজেলা থেকে ০৩ কিঃ মিঃ দুরে মাজারটি অবস্থিত এবং গৌরীপুর ইউনিয়ন পরিষদ থেকে ০২ কিঃ মিঃ দুরে- নৌকা, ট্রলার, বাস, হোন্ডা, রিক্সা, ভ্যানগাড়ী, সাইকেল, নছিমন এবং অটোগাড়ী ইত্যাদি যোগে যাতায়াত করা যায়।
Details

আলহাজ্ব  (জন্ম      ইং- মৃত্যু;     ইং) ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি দরবেশ। তাঁর পুরো নাম মৌলবী আব্দুর রহমান কুনিয়াত রহম চান। ২০ বত্সর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে অধুনা পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা গৌরীপুর গ্রামে এসেছিলেন বলে ধারনা করা হয়।  গৌরীপুরে তাঁর মাধ্যমেই ইসলামের বহুল প্রচার ঘটে। গৌরীপুর বিজয়ের পরে রহম চান এর সঙ্গী অনুসারীদের মধ্য হতে অনেক পীর ফকির এবং তাদের পরে তাদের বংশধরগণ গৌরীপুর সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে বসবাস করেন[১]।  তাঁর মৃত্যুর পর তাঁকে গৌরীপুর কবর দেয়া হয়। 

 

প্রাথমিক জীবন

কোন তথ্য পাওয়া যাইনি।

আধ্যাতিকতা

মৌলভী আব্দুর রহমান কুনিয়াত রহম চানকে ইসলামের শরীআত ও মারিফত উভয় ধারায় শিক্ষা দানের মাধ্যমে আধ্যতিকতা শুরু করেন।

 

দরবেশী জীবন

জানা যায়, তাঁর পিতা ছিলেন একজন ধর্মানুরাগী মোজাহিদ,  রহম চান তত্কালের একজন বিখ্যাত দরবেশ ছিলেন বলে উল্লেখ রয়েছে। ছোট বেলা থেকেই তাঁকে দরবেশী তর-তরিকায় জীবন যাপনের প্রণালি করেছেন বলেও জানা যায়।

সমাদি

তাঁর মৃত্যুর পর তাঁকে গৌরীপুরে সমাহিত করা হয় হয়।[৪]