আলহাজ্ব (জন্ম ইং- মৃত্যু; ইং) ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি দরবেশ। তাঁর পুরো নাম মৌলবী আব্দুর রহমান কুনিয়াত রহম চান। ২০ বত্সর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে অধুনা পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা গৌরীপুর গ্রামে এসেছিলেন বলে ধারনা করা হয়। গৌরীপুরে তাঁর মাধ্যমেই ইসলামের বহুল প্রচার ঘটে। গৌরীপুর বিজয়ের পরে রহম চান এর সঙ্গী অনুসারীদের মধ্য হতে অনেক পীর ফকির এবং তাদের পরে তাদের বংশধরগণ গৌরীপুর সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে বসবাস করেন[১]। তাঁর মৃত্যুর পর তাঁকে গৌরীপুর কবর দেয়া হয়।
কোন তথ্য পাওয়া যাইনি।
মৌলভী আব্দুর রহমান কুনিয়াত রহম চানকে ইসলামের শরীআত ও মারিফত উভয় ধারায় শিক্ষা দানের মাধ্যমে আধ্যতিকতা শুরু করেন।
জানা যায়, তাঁর পিতা ছিলেন একজন ধর্মানুরাগী মোজাহিদ, রহম চান তত্কালের একজন বিখ্যাত দরবেশ ছিলেন বলে উল্লেখ রয়েছে। ছোট বেলা থেকেই তাঁকে দরবেশী তর-তরিকায় জীবন যাপনের প্রণালি করেছেন বলেও জানা যায়।
সমাদি
তাঁর মৃত্যুর পর তাঁকে গৌরীপুরে সমাহিত করা হয় হয়।[৪]
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস